ঢাকা, শনিবার   ১১ মে ২০২৪,   বৈশাখ ২৭ ১৪৩১

‘গুম-খুনের তদন্তের ক্ষমতা মানবাধিকার কমিশনের নেই’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৫১ পিএম, ১৯ ডিসেম্বর ২০২১ রবিবার

গুম-খুনের ঘটনা তদন্ত করার ক্ষমতা মানবাধিকার কমিশনের নেই। সুষ্ঠু তদন্তে আইন সংশোধনের সুপারিশ করা হয়েছে, জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম।

রোববার সকালে কারওয়ান বাজারে জাতীয় মানবাধিকার কমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
 
তিনি বলেন, আইনের কাছে কমিশনের হাত-পা বাধা। যে কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কমিশন সমর্থন করে না, আইনের উর্ধ্বে যেয়ে কাজ করার ক্ষমতা নেই। গুম-খুনের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সরকারের কাছে প্রতিবেদন চাওয়া হয়। 

এছাড়া, টিকটকের আড়ালে ভারতে মানবপাচার ও নারী নির্যাতন বন্ধে পররাষ্ট্রমন্ত্রী ও বিভিন্ন দেশে কূটনৈতিক তৎতপরতা চালাচ্ছে বলেও জানান কমিশনের চেয়ারম্যান।

এএইচ/