ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

শহীদজায়া মুশতারী শফীর জীবনাবসান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৫৩ পিএম, ২০ ডিসেম্বর ২০২১ সোমবার

মুক্তিযুদ্ধের শব্দসৈনিক, যুদ্ধাপরাধীদের বিচার দাবির আন্দোলনের অন্যতম নেতা শহীদজায়া বেগম মুশতারী শফী আর নেই। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২০ ডিসেম্বর) বিকালে তার মৃত্যু হয়।

মুশতারী শফী দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ বার্ধক্যজণিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মুশতারী শফী বেশ কিছুদিন ধরে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন জানিয়ে ছেলে মেহরাজ তাহসীন শফী বলেন,“আজ  বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে তিনি মারা যান।”

মুশতারী শফীর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি সাত ছেলে-মেয়ে রেখে গেছেন।

তার মরদেহ মঙ্গলবার চট্টগ্রামে নিয়ে সেখানেই দাফন করা হবে বলে তাহসীন শফী জানিয়েছেন।

আরকে//