ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

করোনায় আরও ৪ মৃত্যু, শনাক্ত ২৬৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:০৪ পিএম, ২৬ ডিসেম্বর ২০২১ রবিবার | আপডেট: ০৫:১৭ পিএম, ২৬ ডিসেম্বর ২০২১ রবিবার

দেশে গত এক দিনে মহামারি করোনাভাইরাসে আরও চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের তিনজন ঢাকা বিভাগের ও একজন রাজশাহী বিভাগের। এছাড়া গত এক দিনে শনাক্ত হয়েছেন ২৬৮ জন। আর সুস্থ হয়েছেন ২৪৭ জন।

রোববার (২৬ ডিসেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৭২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১.৫৭ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮৩ হাজার ২৫৩ জন। এর বিপরীতে মোট শনাক্তের হার ১৩.৯০ শতাংশ।

গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৪৭ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৭ হাজার ৪২৭।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত এক দিনে যে চারজন মারা গেছেন তাদের একজন পুরুষ ও তিনজন নারী। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা ২৮ হাজার ৬০ জন। করোনায় মোট মৃত নারীর সংখ্যা ১০ হাজার ১০৯ জন। আর মারা যাওয়া পুরুষের সংখ্যা ১৭ হাজার ৯৫১ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। আর প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। এরপর থেকে দুই দিন বাদে প্রতিদিনই মহামারিতে মৃত্যু ও শনাক্ত দেখেছে বাংলাদেশ।

আরকে//