ঢাকা, শুক্রবার   ১০ মে ২০২৪,   বৈশাখ ২৭ ১৪৩১

জয়নাল হাজারীর প্রথম জানাজা সম্পন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০২ পিএম, ২৮ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আলোচিত রাজনীতিক জয়নাল আবেদীন হাজারীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে তার কফিনে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও অন্যান্য দলের সদস্যরা। এ সময় জাসদের পক্ষ থেকে ফেনীর সংসদ সদস্য শিরীন আখতার শ্রদ্ধা জানান।

জানাজায় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা বি এম মোজাম্মেল, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, অসিম কুমার উকিল, যুবলীগ নেতা মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।

জানাজা শেষে মরদেহ ফেনীর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। দ্বিতীয় জানাজা হবে ফেনি পাইলট স্কুল মাঠে, পরে তার শেষ ইচ্ছা অনুযায়ী তার বাসভবন প্রাঙ্গণে সমাহিত করা হবে।

সাবেক এ সংসদ সদস্য সোমবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। জয়নাল হাজারী হৃদযন্ত্র, কিডনি ও ফুসফুস সংক্রমণে ভুগছিলেন। গত ১৫ ডিসেম্বর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন প্রবীণ এই আওয়ামী লীগ নেতা।
এসএ/