ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

প্রতিবন্ধীদের বাড়তি কোভিড সুরক্ষা চান জার্মান আদালত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৩ পিএম, ২৮ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার

জার্মানির সাংবিধানিক আদালত মঙ্গলবার এক রুলে বলেছে, করোনা ভাইরাসজনিত মহামারীতে হাসপাতালগুলো জরুরি চিকিৎসা প্রদানে বাধ্য হলে প্রতিবন্ধীদের বৈষম্যের শিকার হওয়া থেকে সুরক্ষা দেয়ার জন্য আইন প্রণেতাদের অবশ্যই বিধি প্রণয়ন করতে হবে।

নয়জন প্রতিবন্ধী বা দীর্ঘ দিন ধরে অসুস্থ ব্যক্তি হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসা প্রদানের ক্ষেত্রে কঠোর বিধি প্রণয়নের দাবি জানিয়ে জার্মানির ফেডারেল সাংবিধানিক আদালতে আবেদন করার প্রেক্ষিতে এ রায় প্রদান করা হয়।

উল্লেখ্য, ২০২০ সালের গোড়ার দিকে জরুরি স্বাস্থ্য সেবা প্রদান করা শুরু হয়েছে এবং এই অবস্থার তৃতীয় বছর চলছে। বর্তমানে ওমিক্রন সংক্রমন বৃদ্ধি পাওয়ায় আশঙ্কা দেখা দিয়েছে যে, ভেন্টিলেটরের মতো চিকিৎসা সুবিধা না থাকার কারণে কাদেরকে সুরক্ষা দেয়া হবে তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হাসপাতালগুলো চাপের মুখোমুখি হবে।

বর্তমানে চিকিৎসা কর্মীদের কাজ করার বিষয়ে কেবল নির্দেশনা রয়েছে।  

চিকিৎসা প্রদানের ক্ষেত্রে প্রতিবন্ধি বা সহজাত অসুস্থতার ভিত্তিতে অগ্রাধিকার দেয়ার বিষয়টি প্রচলিত নির্দেশনা অনুযায়ী বিধি সম্মত নয়। আদালত স্বীকার করেছে যে, এক্ষেত্রে ঝুঁকি রয়েছে, কার বাঁচার সম্ভাবনা রয়েছে সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহন তারা প্রভাবিত করতে পারেন।

আদালত আরো বলেছে, এই পরিস্থিতিতে নিশ্চিত করতে হবে যে, বাঁচার স্বল্প সম্ভাবনার ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে হবে।

নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ায় জার্মানির হাসপাতালগুলো বারবার সতর্ক করেছে যে, তাদের সক্ষমতা ছাড়িয়ে যেতে পারে।

এসি