ঢাকা, বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫,   ভাদ্র ৬ ১৪৩২

প্রশাসনের বিভিন্ন পদে বদলি ও পদোন্নতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৮ এএম, ২৯ ডিসেম্বর ২০২১ বুধবার | আপডেট: ০৯:০৯ এএম, ২৯ ডিসেম্বর ২০২১ বুধবার

প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগ, বিভিন্ন পদে কয়েকজনকে বদলি ও পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মঙ্গলবার এক তথ্য বিবরণীতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডে চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিমকে আগের চুক্তির ধারাবাহিকতায় একই পদে পরবর্তী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোঃ আখতার হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়াকে পদোন্নতি দিয়ে জ্যেষ্ঠ সচিব করা হয়েছে। 

আর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিনকে পদোন্নতি দিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

এএইচ/