ঢাকা, শনিবার   ১২ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৭ ১৪৩১

কঙ্কনা-রণবীরের পুত্র করোনা ভাইরাসে আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০১ পিএম, ২৯ ডিসেম্বর ২০২১ বুধবার

করোনায় আক্রান্ত হলেন বলিউড দম্পতি কঙ্কনা সেন ও রণবীর শোরের সন্তান হারুন। একইসঙ্গে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন রণবীর নিজেও। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে করোনায় আক্রান্ত হওয়ার এই খবর নিজেই দেন তিনি। 

তিনি লেখেন, ‘‘আমি আর আমার ছেলে হারুন গোয়ায় ছুটি কাটাচ্ছিলাম। মুম্বাই ফেরার সময় যখন বিমানবন্দরে আরটিপিসিআর টেস্ট হয় আমাদের, তখনই করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে।’’

শোরে আরও লেখেন, ‘‘আমাদের দুজনের কারও করোনার কোনও উপসর্গ দেখা দেয়নি। করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসার পর থেকে কোয়ারেন্টিনে রয়েছি।’’

গত কয়েকদিনের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন বেশ কিছু বলিউড তারকা। কিছুদিন আগেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন কিংবদন্তি তারকা কমল হাসান। হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর এখন তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে কারিনা কপুর খানেরও। তিনিও সঙ্গে সঙ্গে নিজেকে বাড়িতে আইসোলেশনে রাখেন। 

কারিনা কাপুরের সঙ্গে কোভিড১৯-এ আক্রান্ত হন বলিউডের আর এক অভিনেত্রী অমৃতা অরোরা। রিপোর্ট পজেটিভ আসে সোহেল খানের স্ত্রী সীমা খানেরও।

সূত্র: আনন্দবাজার পত্রিকা, এবিপি আনন্দ
এমএম/এসবি