ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন এর নির্বাচনে বাধা নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ২৯ ডিসেম্বর ২০২১ বুধবার

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর নির্বাচনের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের চেম্বার আদালত।

এর ফলে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) তাদের নির্বাচন অনুষ্ঠানে কোনও বাধা রইলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে বুধবার (২৯ ডিসেম্বর) বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী নাহিদ সুলতানা যুথী। তার সঙ্গে ছিলেন আইনজীবী সাকিলা রওশন ও এবিএম শাহজাহান আকন্দ মাসুম।

এর আগে হাবের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকা কয়েকজন ভোটারের বিষয়ে দুই ব্যক্তি হাইকোর্টে রিট দায়ের করেন। গত ১৫ ডিসেম্বর সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাবের আসন্ন নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেন হাইকোর্ট।

পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন হাবের সভাপতি। সেই আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করলেন চেম্বার জজ আদালত।

এসি