ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে নকশি কাঁথা তৈরির প্রশিক্ষণ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১০ এএম, ৩০ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার | আপডেট: ১২:১১ এএম, ৩০ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার

করোনাকালীন আর্থিক মন্দা উত্তরণে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে যুব মহিলাদের নকশি কাঁথা তৈরির সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শেষে হয়েছে। 

এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বুধবার তাঁর কার্যালয়ে চত্বরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে ২৫ জন নারী প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।  

এসময় শুভেচ্ছা বক্তব্য দেন, প্রশিক্ষক সাগরিকা  চৌধুরী  রুমা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমার, জাইকার উপ-প্রকৌশলী মহিউদ্দিন আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
 
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশিক্ষণার্থীদের এই প্রশিক্ষণে অর্জিত অভিজ্ঞতা দিয়ে নিজেদের আর্থিক স্বাবলম্বী করে গড়ে তোলার পরামর্শ দেন।

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় জাইকার অর্থায়নে উপজেলা পরিষদের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কেআই//