ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ২ ১৪৩১

বছরের শেষ দিনে শনাক্ত ৫১২, মৃত্যু ২ জনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৫৭ পিএম, ৩১ ডিসেম্বর ২০২১ শুক্রবার

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপটের মধ্যেই দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে পাঁচশর উপরে। শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এদিন সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন ৫১২ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। এসময়ে মৃত্যু হয়েছে আরও ২ জনের।

এ নিয়ে দেশে মোট কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৫ হাজার ৫৩৯ জনে। যাদের মধ্যে মৃত্যু হয়েছে মোট ২৮ হাজার ৭২ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে, গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২৯০ জন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪৯ হাজার ১০১ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন।

এর আগে, বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ৭ জন মারা যান। ওই সময়ে নতুন করে আরও ৫০৯ জন করোনা রোগী শনাক্ত হয়।

এদিকে, বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যানমূলক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৭ হাজার ১০৮ জন। অন্যদিকে করোনা শনাক্তের পর এই প্রথম ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৯১ হাজার ৯৩৭ জন।

যা নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৮ কোটি ৭০ লাখ ৭ হাজার ২৩৩ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ৪৮ হাজার ৯২০ জনে।

এনএস//