ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

পিনাক-বিজয়ের ফিফটির পর মুরাদের ভেল্কি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৩৬ পিএম, ২ জানুয়ারি ২০২২ রবিবার

হাসান মুরাদ

হাসান মুরাদ

শেষ হয়ে এল ২০২১-২২ মৌসুমের বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আসরটি। এবারের আসরের শিরোপার লড়াইয়ে মুখোমুখি বিসিবি দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চল। ম্যাচের প্রথম দিনে এনামুল হক বিজয় ও পিনাক ঘোষ অর্ধশতকে ৫ উইকেটে ২৬১ রান সংগ্রহ করেছে দক্ষিণাঞ্চল। ভেল্কি দেখিয়ে একাই ৪টি উইকেট নিয়েছেন মধ্যাঞ্চলের স্পিনার হাসান মুরাদ।

রোববারের কুয়াশাচ্ছন্ন সকালে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা দেরিতে ফ্লাডলাইট জ্বালিয়ে শুরু হয় বিসিএলের ফাইনাল ম্যাচ। টস হেরে আগে ব্যাট করতে নামে দক্ষিণাঞ্চল। দলটির পক্ষে দারুণ সূচনা করেন বিজয় ও পিনাক। তাদের জুটিতে আসে শতরান।

টুর্নামেন্টে ধারাবাহিক পারফর্ম করা পিনাক অর্ধশতক হাঁকান ফাইনালেও। ১৬১ বলে ৬৫ রান করে হাসান মুরাদের বলে বোল্ড হন তিনি। আর এতেই ভেঙে যায় বিজয়-পিনাকের ১৩৭ রানের উদ্বোধনী জুটি। ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ইনিংসটি সাজান দক্ষিণাঞ্চল ওপেনার।

এরপর আবু হায়দার রনির বলে আউট হন আগের ম্যাচেই শতক হাঁকানো অমিত হাসান, ২৩ বলে মাত্র ১০ রান করে ফেরেন তিনি। পরের ওভারে বিজয়কেও আউট করেন মুরাদ। একই ওভারে রানের খাতা খোলার আগেই তৌহিদ হৃদয়কে শিকার করেন এই স্পিনার। রনি ও মুরাদের দুর্দান্ত বোলিংয়ে পরপর দুই ওভারে তিনটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণাঞ্চল।

মুরাদের বলে এলবিডব্লিউ হওয়ার আগে বিজয়ের ব্যাট থেকে আসে ৭৬ রান। তিনি খেলেন ১৭১টি বল। বিজয়ের ইনিংসটি সাজানো ছিল ৬টি চার ও ১টি ছক্কায়। সফলতা পাননি শেখ মাহেদী হাসানও। তাকেও শিকার করেন মুরাদ। সাজঘরে ফেরার আগে ১৬ বল মোকাবেলা করে মাত্র ৯টি রান সংগ্রহ করেন মাহেদী।

এতে মাত্র ৪৪ রানের ব্যবধানে ৫টি উইকেট হারিয়ে ফেলে দক্ষিণাঞ্চল। তবে ষষ্ঠ উইকেটে ৮০ রানের অবিচ্ছিন্ন জুটি নিয়ে দিন শেষ করেন জাকির হাসান ও ফরহাদ রেজা। ৬০ বলে ৪৪ রান নিয়ে অপরাজিত আছেন জাকির। আর ওয়ানডে মেজাজে ৪৭ বলে ৪৬ রান করে অপরাজিত আছেন অধিনায়ক রেজা।

যাতে প্রথম দিন খেলা হওয়া ৮০ ওভারে দক্ষিণাঞ্চলের সংগ্রহ ৫ উইকেটে ২৬১ রান। মধ্যাঞ্চলের পক্ষে মুরাদ শিকার করেছেন ৪টি উইকেট। যা নিয়ে চলতি মৌসুমে ৬ ইনিংসে বল করে ১৮ গড়ে ২০টি উইকেট শিকার করে শীর্ষে অবস্থান নিয়েছেন ডানহাতি এই স্পিনার।

এনএস//