ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪,   বৈশাখ ২১ ১৪৩১

উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের ১৩ ইউনিয়নে ভোটগ্রহণ শুরু

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১২ এএম, ৫ জানুয়ারি ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এ পর্যন্ত জেলায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করছেন।

বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত।

দেশে পঞ্চম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইল জেলার মির্জাপুর, বাসাইল ও ঘাটাইল উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। 

১৩ ইউনিয়নে ১৩৪টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে। মোট ৩ লাখ ২৫ হাজার ৭৬৬ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার লক্ষ্যে ভোটাধিকার প্রয়োগ করবেন। ১৩ ইউনিয়নে ৬৮ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত সদস্য ১৪৬ জন ও ৪৯০ জন সাধারণ সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ করার লক্ষ্যে র‌্যাবের ১১টি টিম, পুলিশ, আনসার ও ২০টি ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে নির্বাচন কমিশন।

এএইচ/