ঢাকা, মঙ্গলবার   ১০ সেপ্টেম্বর ২০২৪,   ভাদ্র ২৫ ১৪৩১

টাঙ্গাইলে নির্বাচনী সহিংসতায় মৃত্যু ১

টাঙ্গাইল প্রতিনিধি 

প্রকাশিত : ০২:৩৯ পিএম, ৮ জানুয়ারি ২০২২ শনিবার

টাঙ্গাইলের বাসাইলে নির্বাচন কেন্দ্র করে পরাজিত দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরাজিত মেম্বার প্রার্থী আব্দুল আজিজের এক সমর্থকের মৃত্যু হয়েছে।

সংঘর্ষে আহত সমর্থক হেলাল উদ্দিন শনিবার সকালে মারা যান। তার স্ত্রী মিনা বেগম হামলার শিকার হয়েছেন।  

স্থানীয়রা জানান, গত ৫ জানুয়ারি ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। পরাজিত মেম্বার প্রার্থী জামাল উদ্দিন, তার ছেলে ও জামালের কর্মী-সমর্থকরা অপর পরাজিত মেম্বার প্রার্থী আব্দুল আজিজের কর্মী-সমর্থকদের উপর হামলা চালায়। এতে আহত হেলাল উদ্দিন আজ সকালে মারা যান। এ ঘটনায় তার স্ত্রীও আহত হন। 

পরাজিত মেম্বার প্রার্থী আব্দুল আজিজ বলেন, আমরা বুধবারে সবাই ভোটকেন্দ্র ছিলাম। আমার চাচা অসুস্থ হওয়ায় তিনি বাড়িতে ছিলেন। ওইদিন বাড়িতে কোন পুরুষ মানুষ ছিল না। এ সময় প্রতিপক্ষের প্রার্থী জামাল উদ্দিন ও তার সমর্থকরা বাড়িতে এসে ভাঙচুর করে। আমার চাচি বাঁধা দিলে তাকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। এ ঘটনায় কমপক্ষে ১৫ থেকে ২০টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। 

ভাঙচুরের ঘটনায় শুক্রবার একটি মামলা হয়েছে।

এ ব্যাপারে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, অবস্থার পরিপ্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

এএইচ/