ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২০ ১৪৩১

‘বিয়ে করে ফেল’, সালমানকে অমিতাভের তাগাদা

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০১:৫৮ পিএম, ১৪ জানুয়ারি ২০২২ শুক্রবার | আপডেট: ০২:২৬ পিএম, ১৪ জানুয়ারি ২০২২ শুক্রবার

প্রেম করলেও বিয়ের কথা শুনলেই পিছু হাঁটেন সালমান খান! সম্প্রতি হওয়া দাবাং ট্যুরের এক ঝলক মণীশ পল শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। আর সেখানেই দেখা গেল সালমানকে এবার বিয়ের কথা বলছেন খোদ অমিতাভ বচ্চন!  

ভিডিওটিতে দেখা যাচ্ছে, অনুষ্ঠানের জায়গায় অনেক ভিড়, উত্তেজিত জনতাকে সামাল দিতে ঘাম ছুটছে উদ্যোক্তাদের। আর তাতে শো সঞ্চালনার দায়িত্বে থাকা মণীশকে বলতে শোনা যায়, ‘আপনারা যদি পিছনে না যান, তাহলে আমরা শো বন্ধ করে দিতে বাধ্য হব।’

মণীশ পলকে ভিডিওর একটা অংশে দেখা যাচ্ছে ঘোষণা করতে এবার মঞ্চে আসছেন অমিতাভ বচ্চন।

যদিও অমিতাভের গেটআপে দেখা মেলে সুনীল গ্রোভারের। আর সুনীল অমিতাভের নকল করে সালমানকে বলেন, ‘বিয়ের কথা শুনলেই আপনার কী হয়ে যায়? এবার বিয়েটা করেই ফেলুন।’ আর তাতে লজ্জায় লাল হয়ে যায় সালমান।

শেষে মণীশ বলেন, দাবাং ট্যু দারুণ মজাদার ছিল। ‘আমরা যে ভালোবাসা পেয়েছি, তা এক কথায় অসাধারণ’।  

এই করোনা আবহেও সালমানের ‘দাবাং ট্যুর’ এ হাজার হাজার দর্শকের সমাগম হয়েছিল। ‘ম্যায়নে প্যায়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘মুঝসে শাদি করোগি’, ‘কিক’ এর মতো গানে পারফর্ম করেন সলমন। মঞ্চ মাতিয়েছিল শিল্পা আর প্রভুদেবার পারফরমেন্সও!

সূত্র: হিন্দুস্তান টাইমস 

এসবি/