ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

তিন দিন পর কান থেকে বের হল তেলাপোকা!

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ১৪ জানুয়ারি ২০২২ শুক্রবার

অকল্যান্ডের জেন ওয়েডিং প্রাথমিকভাবে ভেবেছিলেন যে তার কানে পানি ঢুকেছে। এ জন্য কানের পানি হেয়ার ড্রায়ার দিয়ে শুকানোর চেস্টাও করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত চিকিৎসকের চেষ্টায় তার কান থেকে বের করা হয়েছে একটি তেলপোকা। 

৪০ বছর বয়সী জেন ওয়েডিং জানান, গেল সপ্তাহে সাঁতার কাটতে গিয়ে একটি তেলাপোকা তার বাম কানের ভেতরে ঢুকে যায় এবং তা তিনি পরে বুঝতে পেরেছিলেন। কিন্তু প্রথমে তিনি মনে করেছিলেন যে তার কানে পানি ঢুকে গেছে। 

এ অবস্তায় প্রথমে তিনি কানের পানি বের করার চেষ্টা করেছিলেন, এক পর্যায়ে তা সম্ভব না হওয়ায় কানে ড্রপ দিয়ে ঘুমিয়ে গিয়েছিলেন। 

তবে পরদিন সকালেও একই অবস্থা থাকায় চিকিৎসকের কাছে যান তিনি। সে সময় তার অস্বস্তির সঙ্গে মাথা ব্যথাও শুরু হয়ে গিয়েছিল। 

শেষ পর্যন্ত সোমবার নাক কান গলা বিশেষজ্ঞ মাত্র পাঁচ মিনিটের মধ্যে তার কান থেকে একটি মৃত তেলাপোকা বের করেন। 

সূত্র: সিএনএন

এসবি/