ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

জাবি ছাত্রলীগের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩২ পিএম, ১৪ জানুয়ারি ২০২২ শুক্রবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে করোনা প্রতিরোধে সাধারণ শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও কলম বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার পক্ষ থেকে এই উপহার আমরা সাধারণ শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলায় প্রাণপণ চেষ্টা করছেন। আমরা তার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি। করোনা মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর সব ধরনের কাজে সহযোগিতা করতে সবাইকে আহ্বান জানাবো।’

তিনি আরো বলেন, ‘মাস্ক ছাড়া কেউ লাইব্রেরীতে প্রবেশ করতে পারবে না। কেউ যদি মাস্ক ছাড়া লাইব্রেরীতে প্রবেশ করে তাহলে তাকে বের করে দেওয়া হবে।’

এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সাথে করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছেন। তার কাজের অংশ হিসেবে আমাদের এই আয়োজন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত সংগঠন হিসেবে এই ধরনের শিক্ষার্থী বান্ধব কাজের সঙ্গে ছাত্রলীগ সবসময় আছে এবং থাকবে। লাইব্রেরীতে যারা পড়তে আসে সবাই এখানে খুব কাছাকাছি অবস্থান করে। তাই সাধারণ শিক্ষার্থীদের লাইব্রেরী থেকে সংক্রমিত হওয়ার একটা ঝুঁকি থেকে যায়। তাদের কথা চিন্তা করে আমাদের এই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ।’

বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে ভবিষ্যতে এধরনের কল্যাণমূলক ও সৃজনশীল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

কেআই//