ঢাকা, সোমবার   ১৩ মে ২০২৪,   বৈশাখ ৩০ ১৪৩১

নির্বাচন করবেন না পরীমণি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৭ এএম, ১৬ জানুয়ারি ২০২২ রবিবার

কদিন পরেই চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। চলচ্চিত্র পাড়ায় বইছে নির্বাচনের হাওয়া। শিল্পীরাও নিয়মিত এফডিসিতে আসছেন। অন্যদিকে প্রার্থীরাও ভোট চাইছেন শিল্পীদের কাছে। এই নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ আক্তার প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করার কথা ছিল চিত্রনায়িকা পরীমণির। নির্বাচন কমিশনে তার মনোনয়নপত্রও জমা পড়েছে। শেষ হয়েছে প্রত্যাহারের সময়ও। কিন্তু হঠাৎ করেই শনিবার দুপুরে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এই নায়িকা।

এ প্রসঙ্গে পরী গণমাধ্যমে বলেন, ‘‘চিকিৎসক আমাকে সম্পূর্ণ রেস্টে থাকতে বলেছেন। আমার অনাগত সন্তানের জন্মের আগে আমি কোনো ধরনের ঝুঁকি নিতে চাই না। যেহেতু নির্বাচন করতে গেলে মিনিমাম সময় দেওয়া লাগে। আমি সেই সময়টাও দিতে পারছি না এই মুহূর্তে। তাই ভেবে দেখলাম নির্বাচন না করাটাই আমার জন্য উত্তম।’’

তিনি আরও বলেন, ‘‘আমার স্বামী রাজও চায় না আমি এই অবস্থায় নির্বাচনে অংশ নেই। তাই সবমিলিয়ে আমি নিজের ইচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’’

অন্যদিকে পরীর স্বামী শরিফুল রাজ গণমাধ্যমে বলেন, ‘‘শারীরিক অবস্থার কারণে পরী নির্বাচন করতে পারছে না। সে সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছে। তাকে ডাক্তার দেখানোর জন্য দ্রুত ভারতে নেওয়ার পরিকল্পনা রয়েছে।’’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৮ জানুয়ারি। এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। দুজন সদস্য হলেন বি এইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। আপিল বোর্ডের সদস্য করা হয়েছে মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে।

এমএম/