ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৪ ১৪৩১

নারায়ণগঞ্জে সুষ্ঠু ভোট হচ্ছে: রিটার্নিং কর্মকর্তা

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০২:৫৯ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ রবিবার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভোট গ্রহণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার। এখন পর্যন্ত কোনও বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। ভোটার উপস্থিতিও তুলনামুলক ভালো বলে জানালেন তিনি। 

রোববার সকাল ৮টা থেকে এই সিটি করপোরেশনের ১৯২টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। এবারে সেখানে ইভিএমে ভোট চলচে। বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। 

সকাল থেকে ১৩ নম্বর ও ১৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন রিটার্নিং কর্মকর্তা। এ সময় ভোটার ও ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি।

এর পর সাংবাদিকদের তিনি বলেন, “আমরা বিভিন্ন কেন্দ্রে দেখলাম, কথা বললাম। চার ঘণ্টায় ভালো ভোট কাস্ট হচ্ছে। ভোটারের উপস্থিতিও ভালো রয়েছে।”

তবে ভোট পড়ার হার নিয়ে আগাম ধারণা দিতে চাননি তিনি। 

২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোটের হার ছিল ৬৯ শতাংশ। তবে ২০১৬ সালে তা কমে ৬২ দশমিক ৩৩ শতাংশে দাঁড়ায়। করোনাভাইরাস সংক্রমণের মধ্যে এবার ৫ লাখ ১৭ হাজারের ভোটারের মধ্যে কত শতাংশ ভোট দেন, তাই এখন দেখার বিষয়।

এদিকে দুপুরে নির্বাচন দেখতে নারায়ণগঞ্জে যান নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তবে কেমন ভোট হচ্ছে তা নিয়ে মন্তব্য করতে চাননি তিনি।

এসবি/