ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

উপাচার্যের পদত্যাগের একদফা দাবি শাবিপ্রবি শিক্ষার্থীদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১০ এএম, ১৮ জানুয়ারি ২০২২ মঙ্গলবার | আপডেট: ১০:২১ এএম, ১৮ জানুয়ারি ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রথমে তিন দফা দাবিতে আন্দোলনে নামলেও এখন উপাচার্যের পদত্যাগের একদফা দাবিতে আন্দোলন করছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্য ফরিদ উদ্দিন আহমদকে অবাঞ্ছিত ঘোষণা করেছে তারা। একইসঙ্গে ক্যাম্পাসের সার্বিক বিষয় জানিয়ে প্রতিষ্ঠানটির আচার্য রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠানোর কথাও জানায় তারা। 

উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার দুপুর ১২টার মধ্যে হল ছাড়তে শিক্ষার্থীদের নির্দেশ দিলেও তা উপেক্ষা করে তিনটি ছাত্র হল ও দুটি ছাত্রী হলের অনেক শিক্ষার্থী থেকে যান।

এর আগে রোববার পুলিশের লাঠিপেটা এবং শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেডে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। এরপর রাতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেন উপাচার্য।

এদিকে, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনা নিজেদের জন্য ‘লজ্জাজনক’ উল্লেখ করে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সোমবার রাতে শাবিপ্রবির শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস ও সাধারণ সম্পাদক অধ্যাপক মহিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

এএইচ/