ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

মোংলায় গুড়ি গুড়ি বৃষ্টি ও ঘন কুয়াশা, চলাচলে বিঘ্ন 

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ০২:৫৯ পিএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার

দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে মোংলা সমুদ্রবন্দরসহ সুন্দরবন উপকূলীয় এলাকা জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন। এতে ঘন কুয়াশার সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি।

শবিবার (২২ জানুয়ারি) ভোর থেকেই মেঘ ও ঘন কুয়াশার মধ্য দুপুর পর্যন্ত আকাশে দেখা মেলেনি সূর্যের। তাই আগের চেয়ে বেশি শীতও জেঁকে বসেছে এ এলাকায়। 

এই কুয়াশার কারণে নৌপথে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। সেই সাথে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া দিনমজুরেরা। 

তবে, এই মেঘলা আকাশ, ঘন কুয়াশা ও গুড়ি গুড়ি বৃষ্টি আরও দুই তিন দিন ধরে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।

এএইচ/