ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪,   বৈশাখ ২১ ১৪৩১

ভারতের উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু কোভিড পজিটিভ

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৯:০৭ এএম, ২৪ জানুয়ারি ২০২২ সোমবার

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আইসোলেশনে আছেন ভারতের উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। 

রোববার (২৩ জানুয়ারি) উপ-রাষ্ট্রপতির টুইটার অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, ‘উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি হায়দরাবাদে আছেন। এক সপ্তাহ আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।’

টুইটারে দেওয়া ওই পোস্টে আরও বলা হয়, ‘যারা সম্প্রতি বেঙ্কাইয়া নাইডুর সংস্পর্শে এসেছিলেন, তাদের আইসোলেশনে থাকা এবং টেস্ট করার পরামর্শ দিয়েছেন তিনি।’

এর আগে রোববার সকালেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন করেন বেঙ্কাইয়া।

ভারতে নতুন করে বেড়েছে করোনাভাইরাস। দৈনিক সংক্রমণের পরিসংখ্যান চিন্তায় ফেলছে দেশটির স্বাস্থ্য বিভাগকে। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসবি/