ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

শাবি শিক্ষার্থীদের চিকিৎসাসেবা বন্ধ রেখেছে মেডিকেল টিম

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪২ পিএম, ২৫ জানুয়ারি ২০২২ মঙ্গলবার | আপডেট: ০১:০২ পিএম, ২৫ জানুয়ারি ২০২২ মঙ্গলবার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিরোধী আন্দোলনে অনশনকারী শিক্ষার্থীদের চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছে এমএজি ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের মেডিকেল টিম। কিছুদিন ধরে তারা শিক্ষার্থীদের সেবা দিয়ে আসছিলেন।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক মহাইমিনুল বাসার রাজ। এর আগে সোমবার রাত থেকে ছাত্রলীগের এই টিম মেডিকেল সেবা বন্ধ করে দিয়েছে বলে জানান তিনি।

মহাইমিনুল বাসার রাজ বলেন, ‘বর্তমানে আমাদের পরিচিত ডাক্তার যারা আছেন তাদের মধ্যে অনেকেই এই সেবা দিচ্ছেন। তবে স্বেচ্ছাসেবক হিসেবে ডাক্তার পাওয়া না গেলে আমরা পেমেন্ট দিয়ে ডাক্তার রাখবো।’

আন্দোলনকারী শিক্ষার্থীদের এই মুখপাত্র আরও বলেন, ‘সোমবার থেকে ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের টিম আমাদেরকে আর সহযোগিতা করছেন না। তাদের সাথে যোগাযোগ করলে তারা বিভিন্ন ব্যস্ততা দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান।’

এদিকে, ওই মেডিকেল টিমের সমন্বয়ক নাজমুল হাসান বলেন, ‘তাদের মধ্যে অনেকের মাঝে করোনার উপসর্গ রয়েছে। তারা কেউ পিসিআর ল্যাব টেস্ট করাচ্ছেন না। তাই করোনার উপসর্গ থাকায় আমরা আপাতত যাচ্ছিনা।’

এএইচ/