ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২২ ১৪৩২

বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথ পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৭:০৫ পিএম, ২৯ জুন ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৭:১৪ পিএম, ২৯ জুন ২০১৭ বৃহস্পতিবার

বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে ডাক্তার মকবুল হোসেনকে শপথ পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাজেট অধিবেশনের ব্যস্ততার মধ্যেই সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ নেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবীণ এই নেতা। দফায় দফায় নির্বাচন বর্জন এবং উচ্চ আদালতে রিটের কারণে বগুড়ায় জেলা পরিষদ নির্বাচনে বিলম্ব হয়। দু’দফা নির্বাচন স্থগিতের পর উচ্চ আদালতের নির্দেশে গত ২৫ মে নির্বাচনে জয়ী হন ডাক্তার মকবুল হোসেন।