ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হিলিতে আমদানি-রফতানি বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৯ পিএম, ২৬ জানুয়ারি ২০২২ বুধবার

ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি  কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বন্দরের ভেতরের সকল কার্যক্রম ও ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার চালু রয়েছে।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, আজ ভারতের প্রজাতন্ত্র দিবস এ উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় আজ বন্দর দিয়ে পণ্য রফতানি বা আমদানি না করার কথা জানিয়েছিলেন ভারতীয় ব্যবসায়ীরা। সেই প্রেক্ষিতে বুধবার সকাল থেকে বন্দর দিয়ে দু'দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। ছুটি শেষে আগামিকাল বৃহস্পতিবার সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে। 

পানামা হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে ভারত থেকে দেশে পণ্য আমদানি ও বাংলাদেশ থেকে ভারতে পণ্য রফতানি বন্ধ থাকলেও বন্দরের অভ্যন্তরে পুর্বের আমদানিকৃত পণ্য খালাস, ডেলিভারী দেওয়াসহ অন্যান্য সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। 

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট (ওসি) সেকেন্দার আলী বলেন, হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের কার্যক্রম চালু রয়েছে। পাসপোর্ট যাত্রীদের ভারতে যাওয়া বন্ধ থাকলেও ভারত থেকে এই পথ দিয়ে অন্যান্য দিনের মতো পাসপোর্ট যাত্রীরা দেশে ফিরতে পারবেন।
কেআই//