ঢাকা, শনিবার   ১২ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৬ ১৪৩১

কেনিয়ায় জনপ্রিয় ফুটবল ভক্তকে কুপিয়ে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৪ এএম, ২৮ জানুয়ারি ২০২২ শুক্রবার

কেনিয়ার সুপরিচিত ফুটবল ভক্ত আইজ্যাক জুমা ওনিয়াঙ্গোকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাকে নিজ বাসায় হত্যা করা হয়। দেশটির জনপ্রিয় এই ফুটবল ভক্ত খুনের ঘটনায় বৃহস্পতিবার শোকপালন করেছেন কেনিয়ানরা। 

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। তবে কে বা কারা তাকে খুন করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মাঠে নিজ দেশের ফুটবল খেলার সময় রঙিন পোশাকে গ্যালারি মাতিয়ে রাখতেন ৫৬ বছর বয়সী আইজ্যাক জুমা। পা থেকে মাথা পর্যন্ত কেনিয়ার পতাকার রঙে নিজেকে আঁকিয়েছেন বহুবার। গ্যালারিতে বিভিন্ন রকমের নাচে দেখা যেতো তাকে।

প্রায় দুই দশকের বেশি সময় হারাম্বি স্টারসের এবং এএফসিসহ কয়েকটি শীর্ষ ফুটবল ক্লাবের হয়ে বিজ্ঞাপনের কাজও করেছেন তিনি। একসময় পত্রিকা বিক্রি করতেন ওনিয়াঙ্গো।

২০১১ সালে ফুটবলে অবদানের জন্য ওনিয়াঙ্গোকে কেনিয়ার লাইফটাম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত করা হয়।

তার মৃত্যুতে টুইট বার্তায় শোক জানিয়েছে কেনিয়ার ফুটবল দল হারাম্বি স্টারস। 
এসএ/