ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

পীরগঞ্জে বাড়ছে ওষধি গাছ চাষ

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৫:১৫ পিএম, ২৮ জানুয়ারি ২০২২ শুক্রবার

রংপুরের পীরগঞ্জে বাড়ছে ঔষধি গাছের চাষ। চাহিদা ও বিক্রি লাভজনক হওয়ায় আগ্রহী হচ্ছেন অনেকেই। সড়কের পাশে ও পরিত্যাক্ত জমিতে লাগানো হচ্ছে ঔষুধি গাছ। চাষ বাড়িয়ে রপ্তানি করা সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। 

পীরগঞ্জের বিভিন্ন সড়কের দু’পাশ ও পরিত্যাক্ত জমিতে রোপন করা হয়েছে বাসক গাছ। যা বিক্রিযোগ্য হয় এক বছরে। 

কৃষকরা জানান, বাসক গাছ ছাড়াও অশ্বগন্ধা, অর্জুন ও তুলশী গাছের চাহিদা রয়েছে ওষুধ প্রস্তুতকারি প্রতিষ্ঠানগুলো কাছে। এক বিঘা জমিতে ১০ হাজার খরচে তুলশী গাছ চাষ করে ৪০ থেকে ৫০ হাজার টাকায় বিক্রি করা যায়।   

চাষীরা বলছেন, বিশেষ করে বাসক চাষ করলে সুবিধা, কারণ বাসক গরু-ছাগল খায়না। 

এক চাষী বলেন, "প্রশিক্ষণ পাওয়ার পর আমরা এই ওষধি উদ্ভিদ চাষ শুরু করি। একমি, স্কয়ার কোম্পানি আমাদের কাছ থেকে এই গাছ কিনতে কৃষি অফিসের মাধ্যমে চুক্তি করে।" 

কৃষি সম্প্রসারণ বিভাগ বলছে, বিশ্বব্যাপি এখন যে ওষুধ তৈরি হচ্ছে তার শতকরা ৩৩ ভাগ ওষুধ ভেষজ গাছ থেকে আসছে। 

২০১৩ সালে প্রশিক্ষণ দিয়ে ২৫ জনের দল গঠন করে এর চাষ শুরু করে। এখন এই সংখ্যা  প্রায় দেড় হাজার পরিবার। 

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার জানান, "এ বছর ২৫ মেট্রিকটন ওষধি গাছ উৎপাদন হয়েছে পীরগঞ্জে।" 

বিভিন্ন প্রকার ঔষধি গাছ চাষ করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় সম্ভব বলেও মনে করেছেন বিশেষজ্ঞরা।

এসবি/