ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৩৮ পিএম, ২৮ জানুয়ারি ২০২২ শুক্রবার | আপডেট: ০৮:৩৩ পিএম, ২৮ জানুয়ারি ২০২২ শুক্রবার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার মদনপুরের জাহিন টেক্সটাইল নামে পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ঢাকা, নারায়ণগঞ্জ, সোনারগাঁও, বন্দরসহ আশপাশের ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনও জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। 

কারখানার শ্রমিকদের নেতা জসিম মিয়া বলেন, শুক্রবার হওয়াতে সপ্তাহিক ছুটি থাকায় কারখানার কাজ বন্ধ ছিল। তবে কয়েকটি ইউনিটে কাজ চলছিল। 

কারখানার ৫ নম্বর ইউনিটের শ্রমিক মাসুর বিল্লাহ বলেন, কারখানার নীট সেকশন বন্ধ কিন্তু ফিনিশিন ও ওপেন সেকশনে কাজ চলছিল। ৫ নম্বর ইউনিটে কাজ করা অবস্থায় হঠাৎ দেখি উপরের তলায় আগুন জ্বলছে। প্রথমে দ্বিতীয় তলায় আগুন লাগে এরপর দেখি উপরের দিকে উঠতে থাকে। তারপর চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। 

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, দ্বিতীয় তলা ধরনের চারটা ভবনে আগুন ছড়িয়ে গেছে। কারখানার পরিসর বড় হওয়ায় এবং আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে অগ্নি নির্বাপক কর্মীদের বেগ পেতে হচ্ছে। তবে কারখানা বন্ধ থাকার কারণে ভেতরে কোন শ্রমিক আটকা পড়েনি তা আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। 
কেআই//