ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪,   বৈশাখ ২০ ১৪৩১

নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনকে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের

প্রকাশিত : ১২:৪১ পিএম, ২০ মার্চ ২০১৬ রবিবার | আপডেট: ১২:৪১ পিএম, ২০ মার্চ ২০১৬ রবিবার

ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু নিরেপেক্ষ করতে নির্বাচন কমিশনকে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, সবার জন্য সমান সুযোগ তৈরি ও নির্বাচনী পরিবেশ বজায় রাখতে তৃণমূল থেকে আসা অভিযোগুলো খতিয়ে দেখতে হবে কমিশনকেই। কিছু ক্ষেত্রে কঠোর হওয়ারও পরামর্শ দিয়েছেন তারা। প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটাভুটি ২২ মার্চ। এরইমধ্যে বিভিন্ন এলাকায় নির্বাচনী সহিংসতার মারা গেছেন বেশ কয়েকজন। নির্বাচনী এলাকাগুলো থেকে প্রচারণায় বাধা দানসহ বিভিন্ন অভিযোগ এসেছে নির্বাচন কমিশনে। এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে ইসিকে সাংবিধানিক ক্ষমতার ব্যবহার করতে হবে। তারা বলেন, নির্বাচনের দিনে ভোটারদের নির্বিঘেœ ভোটকেন্দ্র নেয়ার দায়িত্ব নির্বাচন কমিশনেরই। প্রথম দফার নির্বাচনী পরিবেশ দেখে পরবর্তী ধাপগুলোতে আরো সতর্ক হতে হবে নির্বাচন কমিশনকে।