সন্তুষ্ট নন ওসি প্রদীপের আইনজীবী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:৩৬ পিএম, ৩১ জানুয়ারি ২০২২ সোমবার

সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার রায়ে মৃত্যুদণ্ড দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন আসামী সাবেক ওসি প্রদীপ কুমার দাশের আইনজীবী।
সোমবার রায়ের পর আইনজীবী মহিউদ্দিন খান বলেন, “আমরা রায়ের কপি পাওয়ার পর উচ্চ আদালতে যাব।”
মামলার রায়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ছাড়াও বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীর ফাঁসির রায় দিয়েছে আদালত।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল বিকালে তার রায়ে সিনহাকে হত্যায় সহযোগিতা এবং ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে তিন পুলিশ সদস্য এবং পুলিশের তিন সোর্সকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
এ ছাড়া মামলার ১৫ আসামির মধ্যে বাকি চার পুলিশ সদস্য এবং তিন এপিবিএন সদস্যকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
এডভোকেট মহিউদ্দিন খান শুধু সাবেক ওসি প্রদীপের পক্ষেই মামলায় লড়েছেন। তিনি বলেন, “আমরা শুরু থেকেই ওসি প্রদীপের খালাস চেয়েছি। আদালতের সন্তুষ্টি ও সম্মান বজায় রেখে আমরা মামলায় শুনানি করেছি। আদালতের প্রতি সম্মান রেখেই বলছি, এই রায়ে আমরা সন্তুষ্ট হতে পারিনি।”
তবে রায়ের পর সন্তষ্টি জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী।
২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
এরপর ৫ অগাস্ট টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ এবং বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের তৎকালীন ইনচার্জ লিয়াকত আলীসহ ৯ জন পুলিশ সদস্যকে আসামী করে কক্সবাজার আদালতে মামলা করেন নিহত সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস।
এসবি/