সাফারি পার্কে বাঘ-জেব্রার মৃত্যুতে প্রকল্প পরিচালক প্রত্যাহার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:১২ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২২ বুধবার

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একের পর এক প্রাণী মৃত্যুর ঘটনায় প্রকল্প পরিচালক জাহিদুল কবিরের প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে ঢাকার বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক মোল্যা রেজাউল করিমকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিকল্পনা-২ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, অ্যাপ্রোচ সড়ক প্রশস্তকরণ ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন (দ্বিতীয় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পে নতুন প্রকল্প পরিচালককে দায়িত্ব প্রদান করা হয়।
উল্লেখ্য, গত মাসে সাফারি পার্কে ১টি বাঘসহ মারা গেছে ১১ জেব্রা। প্রাণীগুলোর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। গত ৩১ জানুয়ারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বনসংরক্ষক তবিবুর রহমান এবং ভেটেরিনারি অফিসার ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইনকে প্রত্যাহার করে বন অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
কেআই//