ঢাকা, বুধবার   ১০ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৬ ১৪৩২

শপথ নেওয়ার আগেই বিচারপতি নাজমুল আহাসানের মৃত্যু

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ১০:৩৬ এএম, ৪ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার

করোনাভাইরাস থেকে সেরে উঠলেও শেষ পর্যন্ত আর আপিল বিভাগে বসা হল না বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের। শুক্রবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সম্প্রতি করোনা নেগেটিভ হলেও শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি। 

গত ৮ জানুয়ারি হাইকোর্ট বিভাগ থেকে পদোন্নতি পেয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান আপিল বিভাগে নিয়োগ পান। ৯ জানুয়ারি তার সঙ্গে নিয়োগ পাওয়া অপর বিচারপতি শপথ নেন। প্রধান বিচারপতি তাদের শপথবাক্য পাঠ করান। কিন্তু করোনা আক্রান্ত হওয়ার কারণে ওই দিন তিনি শপথ নিতে পারেননি।

৯ জানুয়ারি আপিল বিভাগের এজলাস কক্ষে নতুন বিচারপতিদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী  জানিয়েছিলেন, বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান করোনা আক্রান্ত হয়ে সিসিইউতে চিকিৎসাধীন আছেন। 

এদিকে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এক শোক বার্তায়  তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সকাল ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

এসবি/