ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪,   বৈশাখ ৩১ ১৪৩১

১৮ ঘন্টার ব্যবধানে নওগাঁয় আরও দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৪৭ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার

নওগাঁয় ১৮ ঘন্টার ব্যবধানে আরও একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দার সাতবাড়িয়া মোড়ে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই আরোহী শরিফুল ইসলাম (৪৫) ও পিনাকি সরকার (৩৫) নিহত হয়েছেন। 

মঙ্গলবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর রহমান।

নিহতদের মধ্যে শরিফুল নওগাঁর মহাদেবপুর উপজেলার দরিয়াপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে ও পিনাকি সরকার একই উপজেলার তাতারপুর গ্রামের প্রণয় কুমার সরকারের ছেলে। 

এই ঘটনায় থানায় মামলা দায়ের করে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। 

এদিকে সোমবার বিকেল ৫টার দিকে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর-সাপাহার সড়কের বালুঘা মোড় নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ফরহাদ হোসেন (১৮) ও রেজুয়ান হোসেন (১৯) নামে দুই বন্ধু নিহত হন। 

একই ঘটনায় রকিবুল হাসান (১৮) নামে একজনকে রাজশাহী মেডিকাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএইচ/