ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

সুপ্রিমকোর্ট লিগ্যাল এইডের চেয়ারম্যান বিচারপতি জাহাঙ্গীর হোসেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৪৯ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার

সুপ্রিমকোর্ট লিগ্যাল এইডের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন।  

হাইকোর্ট বিভাগের রেজিস্টার মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। 

এতে বলা হয়, ‘বাংলাদেশ সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি এম, ইনায়েতুর রহিম বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগে বিচারক হিসেবে নিয়োগ পাওয়ায় কমিটির চেয়ারম্যানের পদটি শুন্য হয়। বাংলাদেশের প্রধান বিচারপতি এই শূন্যপদে বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে নিয়োগ দিয়েছেন।’
এসএ/