ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৩ ১৪৩২

রেজা কিবরিয়ার বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৩ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ১০:০৮ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার

ডক্টর রেজা কিবরিয়া

ডক্টর রেজা কিবরিয়া

গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়ার বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগ উঠেছে। দাবি করা হয়েছে, তিনি নির্বাচন কমিশনের হলফনামায় যে তথ্য দিয়েছিলেন তার সঙ্গে অমিল রয়েছে সহায় সম্পদের। 

জাতীয় রাজস্ব বোর্ডের একটি সূত্র দাবি করেছে, গণ অধিকার পরিষদের আহ্বায়ক ও আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার পুত্র ডক্টর রেজা কিবরিয়ার আয়কর নথির সাথে বর্তমান সম্পদের গরমিল আছে। 

প্রতিষ্ঠানটি এরিমধ্যে করফাঁকির অভিযোগ তুলে তাঁর কাছে ব্যাখ্যা চেয়েছে। যাতে ২০১৮ সালে নির্বাচনী হলফনামায় রেজা কিবরিয়ার দেয়া তথ্য তুলে ধরে বলা হয়েছে, ঢাকায় ১০ কাঠা জমি ও ১৫ টি ফ্ল্যাট রয়েছে তাঁর।

এনবিআর দাবি করছে, রেজা কিবরিয়া অর্ধ কোটি টাকার শেয়ার আয়কর নথিতে উল্লেখ্য করেননি। বিদেশী অনুদান, নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান, ধানমন্ডি ও গুলশানে তার মালিকাধীন সম্পত্তি থেকে আয় গোপন করেছেন। 

এসি