ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

এক জালেই ধরা পড়ল ১৪ লাখ টাকার লাল পোয়া

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০০ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার

কাঁধে করে নিয়ে যাচ্ছেন বিশাল এক লাল পোয়া মাছ

কাঁধে করে নিয়ে যাচ্ছেন বিশাল এক লাল পোয়া মাছ

কক্সবাজারের কুতুবদিয়ায় দুই জেলের এক জালেই ধরা পড়েছে ১৪ লাখ টাকার লাল পোয়া মাছ। ভাগ্যবান এই জেলেরা হলেন- উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের আকবর বলী পাড়া গ্রামের সাঁচি মিয়ার ছেলে মোঃ মিজান ও মোস্তাক আহমদের ছেলে ছৈয়দ নূর।  

বৃহস্পতিবার সকালে তাঁদের জালে আটকা পড়ে ১১৬টি লাল পোয়া মাছ। যার প্রতিটির ওজন ৮ থেকে ১৫ কেজি। মাছগুলো বিক্রি হয়েছে ১৪ লাখ টাকায়। কক্সবাজার ফিসারিঘাটের মৎস্য ব্যবসায়ী মোহাম্মদসহ আরও কয়েকজন মিলে মাছগুলো কিনে নেন।

কুতুবদিয়ার জেলে ছৈয়দ নূর বলেন, বুধবার রাতে কুতু্বদিয়া চ্যানেলে তিনি জাল বসান। বৃহস্পতিবার সকালে জাল তুলতে গিয়ে দেখেন, জাল টেনে তীরে আনা যাচ্ছে না। পরে আরও লোকজনের সহায়তায় জাল টেনে তোলা হয়। দেখা যায়, বড় বড় আকৃতির অসংখ্য লাল পোয়া লাফালাফি করছে। গণনা করে ১১৬টি পোয়া পাওয়া যায়। প্রতিটি মাছের ওজন ৮ থেকে ১৫ কেজি।

জেলে মোস্তাক আহমদ বলেন, প্রথমে মাছগুলো ২০ লাখ টাকা পর্যন্ত দর ওঠে। তবে অনেক দরদামের পর কক্সবাজার ফিশারিঘাটের মোহাম্মদ সওদাগরসহ কয়েকজন মিলে ১৪ লাখ টাকা দিয়ে মাছগুলো কিনে নেন। 

স্থানীয়রা জানিয়েছে, কুতুবদিয়া দ্বীপের ইতিহাসে এতগুলো পোয়া মাছ কোনও জেলের জালে ধরা পড়েনি। খবর পেয়ে স্থানীয়রা মাছগুলো দেখতে যায়। ঘটনাটি সবার মাঝে কৌতূহল সৃষ্টি করে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিন জানান, এই ধরনের পোয়া মাছগুলো সহজে পাওয়া যায় না, এ মাছ সাগরের গভীরে থাকে, ভাগ্যক্রমে জেলেদের জালে ধরা পড়েছে। 

লাল পোয়া মাছগুলো এত মূল্যবান কেন? এমন প্রশ্নে উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, লাল পোয়া মাছের বায়ুথলিটা সাধারণত এক ফুট পর্যন্ত লম্বা হয়। এই বায়ুথলি দিয়ে বিভিন্ন চিকিৎসাজনিত কাজে ব্যবহারের জন্য নানা প্রকার সার্জিক্যাল মেডিসিন তৈরি করা হয়। 

তাই এই পোয়া মাছের দাম এত বেশি বলে জানান তিনি।

এনএস//