ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ১ ১৪৩১

‘রোটারিয়ানরা চতুর্থ শিল্প বিপ্লব সফলের জন্য কাজ করছে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৩২ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২ রবিবার

রোটারি গভর্নর ব্যারিস্টার মোতাসিন বিল্লাহ ফারুকী বলেছেন, রোটারিয়ানরা চতুর্থ শিল্প বিপ্লবের সাফল্যের জন্য কাজ করে যাচ্ছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার গুলশানে রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত এক প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রোটারিয়ান মো: জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গভর্নর (নির্বাচিত) ইঞ্জিনিয়ার এমএ ওয়াহাব, সাবেক গভর্নর খায়রুল আলম, রোটারির মহাসচিব (২০২২-২৩) আরিফ জেবটিক, রোটারিয়ান আতিকুর রহমান, ইকবাল সরকার প্রমুখ।

গভর্নর বলেন, বিশ্ব একের পর এক সংকটের মুখে পড়ছে। সারা বিশ্বের রোটারিয়ানরা করোনাসহ নান সংকট মোকাবেলায় দুস্থ মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তিনি বলেন, রোটারি ৩০ লক্ষ মাস্ক বিতরণ করেছে, কোভিডের চিকিৎসা দিচ্ছে এবং দুস্থ মানুষের খাবার ও আশ্রয়েরর জন্য কাজ করছে।

গভর্নর (নির্বাচিত) ইঞ্জিনিয়ার ওয়াহাব বলেন, ভবিষ্যত চ্যালেঞ্জসমূহ মোকাবেলার জন্য বিভিন্ন শ্রেণির ও পেশার রোটারিয়ানদের প্রশিক্ষনের মাধ্যমে আরো দক্ষতা অর্জন করতে হবে। রোটারি প্রতি বছর প্রশিক্ষণের ওপর বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

এসি