ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫,   ভাদ্র ১১ ১৪৩২

আড়াইহাজারে পরিত্যক্ত স্থান থেকে ৮টি বোমা উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:২১ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২২ সোমবার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাস্তার পাশে পড়ে থাকা আটটি হাত বোমা বোমা উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা সোয়া ৩টার দিকে উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকায় পরিত্যক্ত স্থানে পড়ে থাকা বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়।

সোমবার সকালে স্থানীয়রা বোমাসদৃশ বস্তু দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে বোম্ব ডিসপোজাল ইউনিটকে দিলে তারা গিয়ে বালতির মধ্যে থাকা আটটি হাতবোমা নিষ্ক্রিয় করে।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) জুবায়ের হোসেন জানান, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময় দুষ্কৃতিকারীরা বোমাগুলো এই এলাকায় এনেছিল। আমাদের তৎপরতার কারণে তারা এগুলোর বিস্ফোরণ ঘটাতে না পেরে হয়তো এখানে ফেলে গেছে।’

নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম জানান, যারা বোমাবাজি করতে চেয়েছিল তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় মামলা করবে পুলিশ।
কেআই//