ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

অনুসন্ধান কমিটিতে আসা ৩২২ নাম প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৪ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২২ সোমবার | আপডেট: ০৯:৩৭ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২২ সোমবার

নতুন প্রধান নির্বাচন কমিশনার ও  অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে রাজনৈতিক দলসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে আসা ৩২২টি নাম প্রকাশ করা হয়েছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসব নামের তালিকা প্রকাশ করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সার্চ কমিটির কাছে আসা ৩২২টি নামের তালিকা মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

নতুন ইসি গঠনে মতামত নিতে কমিটি বিশিষ্টজনদের সঙ্গে দুই দিনে তিন দফা বৈঠক করে। আর নাম জমা না দেওয়া ১৫টি রাজনৈতিক দলকে নাম প্রস্তাবে সোমবার বিকাল ৫টা পর্যন্ত সময় দেওয়া হয়।

এর আগে সার্চ কমিটির কাছে তিন শতাধিক নাম জমা পড়েছিল বলে রোববারই জানিয়েছিলেন সচিব ও মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

নামের তালিকা

এসি