ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

অটোরিকশা চোরচক্রের ৫ সদস্য আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৩:০৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২ বুধবার | আপডেট: ০৩:১১ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২ বুধবার

লক্ষ্মীপুর আন্তঃজেলা চোরচক্রের ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এসময়ে চোরাইকৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

বুধবার লক্ষ্মীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানী কমান্ডার খন্দকার মো. শামীম হোসেন।

এর আগে ভোর সাড়ে ৩ টার দিকে র‌্যাব-১১’র একটি অভিযানিক দল নোয়াখালি ও লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের সদস্যদের আটক করে।

আটককৃতরা হলেন মো. রোবেল (৩০), মো. নিজাম (২৪), মো. হেলাল (৪৫), শাহ মো. মঞ্জুরুল করিম নাঈম (৩১) এবং মো. আব্দুল জলিল (৫২)। 

এসময় বিনোদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রুবেলের গ্যারেজ থেকে তাদের চোরাইকৃত একটি সবুজ রংয়ের ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি এই চক্র ইয়াছিন আরাফাতের নামের এক ব্যক্তির অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে সেই অটোরিকশা মাইজদি এলাকায় নাঈম ও জলিল নামে দুই ব্যক্তির কাছে ২৫ হাজার টাকায় বিক্রি করে। 

ইয়াছিনের অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১১ অভিযান চালিয়ে অটোরিকশাটি উদ্ধার করে।

এএইচ/