ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

অ্যাম্বুলেন্স পেল মোংলার শ্রমিকরা

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ০২:৪৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার

দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে মোংলা বন্দরে কর্মরত শ্রমিক-কর্মচারীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় টয়োটা হাইয়েস মডেলের এই অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা। শ্রমিকদের পক্ষে চাবিটি গ্রহণ করেন মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক ওমর ফারুক সেন্টু। 

রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, শ্রমিক কল্যাণ হাসপাতালে এই অ্যাম্বুলেন্সটি যুক্ত হওয়ায় বন্দরে কর্মরত শ্রমিকদ-কর্মচারীদের দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি শ্রমিকদের বহুদিনের কাঙ্খিত দাবি পূরণ হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার এন্ড মেরিন) কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার, সদস্য (প্রকৌশল এন্ড উন্নয়ন) মোঃ ইমতিয়াজ হোসেন, পরিচালক (প্রশাসন) মোঃ শাহীনুর আলম, হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন ও বোর্ড ও জনসংযোগ বিভাগের উপসচিব মোঃ মাকরুজ্জামানসহ মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। 

এএইচ/