যুক্তরাষ্ট্রকে সতর্ক করল জাতিসংঘ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:২৭ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার | আপডেট: ০৯:০৮ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এ বিষয়ে দেশটিকে সতর্ক করেছে বিশ্ব সংস্থা।
বলা হয়েছে, আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসী সংগঠ হিসেবে কালো তালিকাভুক্ত করা হলে তাতে ইয়েমেনে মানবিক বিপর্যয় অনিবার্য হয়ে পড়বে। এর আগে চলতি মাসের প্রথম দিকে জাতিসংঘের ত্রাণ বিষয়ক সমন্বয়কারী মার্টিন গ্রিফিত আনসারুল্লাহ আন্দোলনকে কালো তালিকাভুক্ত না করার জন্য মধ্যপ্রাচ্য বিষয়ক হোয়াইট হাউজের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ব্রেট ম্যাকগুর্কের প্রতি আহ্বান জানান।
গ্রিফিত বলেছেন, “আনসারুল্লাহ আন্দোলনকে কালো তালিকাভুক্ত করলে জীবন-রক্ষাকারী পণ্য সামগ্রী সরবরাহ বন্ধ হয়ে যাবে এবং ইয়েমেনের ওপর ধ্বংসাত্মক প্রভাব পড়বে। সরকারি কর্মকর্তাদের তথ্য মতে- ম্যাকগুর্ক বলেছেন যে, মার্কিন সরকার আপাতত এ পরিকল্পনা স্থগিত রাখছে।”
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ক্ষমতার শেষ দিনগুলোতে আনসারুল্লাহকে বিদেশী সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেছিল। কিন্তু তার উত্তরসূরি জো বাইডেন ক্ষমতায় আসার পরপরই সে সিদ্ধান্ত বদল করেন। সম্প্রতি আনসারুল্লাহ আন্দোলনকে কালো তালিকাভুক্ত করার জন্য সংযুক্ত আরব আমিরাতের পক্ষে লবিং করছে ইহুদিবাদী ইসরাইল।
সূত্র: পার্সটুডে
এসএ/