ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৬ ১৪৩২

ব্যাংক লুটের টাকা সুইস ব্যাংকে পাচার

প্রকাশিত : ০২:৩৩ পিএম, ৩০ জুন ২০১৭ শুক্রবার | আপডেট: ০২:৩৫ পিএম, ৩০ জুন ২০১৭ শুক্রবার

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা ব্যাংক লুটের টাকা সুইস ব্যাংকে পাচার করেছেন বলে অভিযোগ করেছে বিএনপি।
সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। রিজভী বলেন, জনগণ মনে করে, টাকা পাচারের সঙ্গে ক্ষমতাসীন দলের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা জড়িত। সুইস ব্যাংকসহ বিদেশে টাকা পাচারের ঘটনায়, ভবিষ্যতে তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান রিজভী।