ঢাকা, শুক্রবার   ১০ মে ২০২৪,   বৈশাখ ২৭ ১৪৩১

রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৪৭ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২২ রবিবার

দেশের আকাশজুড়ে সকাল থেকেই ছিলো মেঘ। বিকেলে তা আরও ঘনীভূত হয়ে বৃষ্টি হয়ে নামতে শুরু করে। রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। আর অসময়ের এই বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

সরেজমিনে রাজধানীর কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টির কারণে বাস ও অন্যান্য যানবাহনের গতি ছিলো কম। কোথাও পানি জমে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অসময়ের এ বৃষ্টিতে অনেকে আবার ছাহা মাথায় দিয়ে পথ চলছেন।

আবহাওয়া অফিস জানায়, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিকেলের পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। যা সন্ধ্যার পরও চলমান থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন স্থানে আজ, কাল এবং পরশু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরকে//