ঢাকা, শুক্রবার   ১০ মে ২০২৪,   বৈশাখ ২৭ ১৪৩১

২১ কণ্ঠে একুশের গান

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৬:০৩ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২২ সোমবার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনে শহীদদের গানে গানে শ্রদ্ধা জানালেন ২১ শিল্পী। গেয়েছেন কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’।

আবদুল গাফফার চৌধুরীর লেখা ও শহীদ আলতাফ মাহমুদের সুরের এই গানটি নতুন করে গেয়েছেন সন্দীপন, ইমরান মাহমুদুল, ঝিলিক, কামরুজ্জামান রাব্বি, অয়ন চাকলাদার, স্বপ্নীল রাজীব, সাফায়েত, মিলন, এস ডি সাগর, ইফতেখার, সজীব দাস, রিয়েল আশিক, আকাশ মাহমুদ, আঁখি, স্নেহাশীষ ঘোষ, মার্সেল, তন্ময়, শামস, নাবিলা, দোলা ও অদ্রি।

গানের এই সংস্করণটির উদ্যোক্তা অয়ন চাকলাদার। তিনিই এর সংগীতায়োজন করেছেন। 

এ প্রসঙ্গে অয়ন চাকলাদার বলেন, ‘গানটির আইডিয়া গীতিকার রবিউল ইসলাম জীবনের। কয়েক বছর আগে তিনি ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে ২১ জন শিল্পীকে নিয়ে ভাষার একটি মৌলিক গান করতে চান। তবে সেটা হয়নি। আমি এই বছর ইমরানকে বলি সেই আইডিয়াটা কাজে লাগাতে চাই। তবে নতুন কোনও মৌলিক গান নয়, চিরচেনা একুশের গানটাই করবো আরও ২০ জন শিল্পীকে সঙ্গে নিয়ে। অবশেষে কাজটা করে ফেললাম। আশা করি, আমাদের এই প্রয়াস সবার ভালো লাগবে।’

গানটি অয়ন চাকলাদারের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। 

এসবি/