ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ২ ১৪৩১

নীলক্ষেতের আগুন নিয়ন্ত্রণে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৩ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার

রাজধানীর নীলক্ষেত এলাকায় আগুনে জ্বলেছে দোকানপাট। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রচেষ্ঠায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধা ৭ টা ৪৫ মিনিটের দিকে ইসলামিয়া সুপার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে রাত পৌনে ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইতোমধ্যে ‌অন্তত ১৫-২০ টি দোকান পুড়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের জায়গায় বইয়ের দোকানপাট ছিলো। তবে হতাহতের ঘটনা ঘটেনি। মার্কেটের উত্তর দিক থেকে আগুন লেগে পূর্ব দিকের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের পর থেকে নীলক্ষেত এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে। বিস্ফোরণের সমূহ সম্ভাবনা দেখে আইনশৃঙ্খলা বাহিনী জমায়েত মানুষদের সরিয়ে দিচ্ছেন।

এছাড়াও নীলক্ষেত-নিউ মার্কেট রাস্তায় উৎসুক জনতার ভিড় ও গাড়ি চলাচল বন্ধ আছে। ফলে আশপাশের রাস্তাগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

আরকে//