ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

ঝাউডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৭ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার

সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা বাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহতের নাম নাম হায়দার আলী (৭০)। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এই দুর্ঘটনা ঘটে। তিনি সদরের হাজিপুর গ্রামের হামিদ উদ্দিন কারিগরের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় সাতক্ষীরা থেকে যশোর গামী একটি ট্রাকের চাকার নিচে পড়ে তিনি মারা যায়। নিহত ব্যক্তি ঝাউডাঙ্গা বাজারে দর্জির কাজ করতো। 

সাতক্ষীরা সদর থানা পুলিশ জানান, ঘাতক ট্রাকটি ঝিনাইদহ আটক করা হয়েছে। লাশের ময়নাতদন্তের পরে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
কেআই//