ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৭ ১৪৩২

ট্রাক চাপায় নৌ বাহিনী কর্মকর্তা নিহত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০৯:২৯ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২২ বুধবার

বাগেরহাটে ট্রাক চাপায় ফিরোজ নামের এক নৌ বাহিনী কর্মকর্তা নিহত হয়েছেন। মোটরসাইকেলযোগে স্ত্রীকে নিয়ে মোংলা অফিসে ফিরছিলেন তিনি। পথিমধ্যে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ফিরোজের মাথা থেতলে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টায় খুলনা-মোংলা মহাসড়ক দিয়ে মোংলা যাওয়ার পথে চুলকাঠি বাজারে পৌঁছালে বিপরীত থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়।

দুর্ঘটনার খবরে কাটাখালি হাইওয়ে পুলিশ, চুলকাঠি পুলিশ ফাঁড়ি এবং বানৌজা মোংলার কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

নিহত ফিরোজ বাংলাদেশ নৌবাহিনীর মোংলা ঘাঁটিতে লেফটেন্যান্ট পদে কর্মরত ছিলেন। রাতে স্ত্রীকে নিয়ে কাটাখালি থেকে  মোংলা অফিসে ফিরছিলেন তিনি। তবে ফিরোজের পুরো পরিচয় জানাতে পারেনি পুলিশ।

চুলকাঠি পুলিশ ফারির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ ওলিয়ার রহমান বলেন, কাটাখালি থেকে মোটরসাইকেল চালিয়ে মোংলা যাচ্ছিলেন নৌবাহিনীর কর্মকর্তা ফিরোজ। চুলকাঠি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের চাকার চাপায় ফিরোজের মাথা থেতলে যায় এবং সে ঘটনাস্থলে মারা যান। 

ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওলিয়ার রহমান।

এএইচ/