ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৭ ১৪৩২

সিরাজগঞ্জে পলাশ হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৩ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২২ বুধবার

সিরাজগঞ্জের সলঙ্গায় পিটিয়ে যুবক পলাশ হত্যা মামলার প্রধান আসামী শ্রীবাস চন্দ্রদাস জীবনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত জীবন দাশপাড়া এলাকার সুবল চন্দ্রের ছেলে। সোমবার রাতে উপজেলার হাটিকুমরুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জেলানী বলেন, গত ১৩ ফেব্রুয়ারি দুপুরে দ্বন্ধের জের ধরে পলাশকে কাঠের বাটাম দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে জীবন ও তার সহযোগীরা। পরে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়। 

এ ঘটনায় মামলা হলে ৩ জনকে আটক করে সলঙ্গা থানা পুলিশ। এরপর থেকে প্রধান আসামী জীবন পালিয়ে ছিল। সে হাটিকুমরুলে অবস্থান করছে জেনে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
কেআই//