ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

বুস্টার ডোজ নেওয়া থাকলে ভারত যেতে লাগবে না সনদ

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৬ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২২ শনিবার

বুস্টার ডোজ দেওয়া থাকলে এখন থেকে বেনাপোল দিয়ে ভারতে যেতে ৭২ ঘণ্টার কোভিড টেস্টের সনদ লাগবে না। কিন্তু দেশে ফিরতে ওই দেশের টেস্টের সনদ আনতে হবে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু।

বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা যায়, যেসব যাত্রী দুই ডোজ টিকা শেষ করে বুস্টার ডোজ নিয়েছেন তাদের ভারতে যেতে আর ৭২ ঘণ্টার আরটিপিসিআরের করোনা টেস্টের কোনও সনদ লাগবে না। কিন্তু ভ্রমণ শেষে দেশে ফিরে আসার সময় সে দেশ থেকে ৭২ ঘণ্টার করোনা টেস্টের সনদ আনতে হবে।

ভারত ফেরত যাত্রী পরেশ বড়ুয়া বলেন, ‘উভয় দেশে যদি একই নিয়ম চালু হতো তাহলে সাধারণ যাত্রীরা অতিরিক্ত খরচের হাত থেকে রেহাই পেতেন।’

ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের ডা. জাহিদুর রহমান জাহিদ জানান, ‘বর্ডার দিয়ে ঢুকতে ভারতীয় এবং বাংলাদেশি উভয় যাত্রীদের আগের মতো ৭২ ঘণ্টার আরটিপিসিআরের সনদ থাকতে হবে।’

এএইচ/