ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫,   আষাঢ় ২২ ১৪৩২

গাজীপুরে স্পিনিং মিলে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৫ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২২ শনিবার

গাজীপুরের শ্রীপুরে আউটপেস নামের একটি স্পিনিং মিলের তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই স্পিনিং মিলের তুলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়।

মুহুর্তের মধ্যে আগুন পুরো গুদামে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আবদুল হামিদ মিয়া জানান, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
কেআই//